Model Activity Task , Class 6 , Bengali , 2022 , Jpslearning l Part 9

Uncategorized

Model Activity Task

ষষ্ঠ শ্রেণী । বাংলা

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১ × ৩ = ৩
১.১ খোলের মধ্যে বোঝাই করা রয়েছে
(ক) ধান
(খ) আলু
(গ) গম
(ঘ) শুকনো খড়ের আঁটি
উত্তর: (ঘ) শুকনো খড়ের আঁটি
১.২ নদীর ধারে রয়েছে
(ক) অশ্বত্থ গাছ
(খ) রাখাল
(গ) একটি বড়ো নৌকো
(ঘ) পথিক
উত্তর: (গ) একটি বড়ো নৌকো
১.৩ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কাব্যগ্রন্থ হলো
(ক) নীল নির্জন
(খ) যেতে পারি কিন্তু কেন যাব
(গ) প্রান্তরেখা
(ঘ) ছড়ানো ঘুঁটি
উত্তর: (ক) নীল নির্জন
২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
২.১ ‘ভরদুপুরে’ শব্দটির অর্থ কী ?
উত্তর: ‘ভরদুপুরে’ শব্দটির অর্থ হলো মধ্যাহ্ন।
২.২ ‘ভরদুপুরে’ কবিতায় রাখালবালক গাছের তলায় শুয়ে শুয়ে কী দেখছে ?
উত্তর: ‘ভরদুপুরে’ কবিতায় রাখালবালক গাছের তলায় শুয়ে শুয়ে দেখছে মেঘগুলি যেন আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে।
Model Activity Task
২.৩ ‘ভরদুপুরে’ কবিতায় বর্ণিত ‘গালচে’ টি কী দিয়ে প্রস্তুত ?
উত্তর: ‘ভরদুপুরে’ কবিতায় ‘গালচে’ টি নরম ঘাস দিয়ে প্রস্তুত।
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ৩ × ৩ = ৯
৩.১ ‘ভরদুপুরে’ কবিতায় ‘অশ্বত্থ’ গাছটিকে ‘পথিকজনের ছাতা’ বলা হয়েছে কেন ?
উত্তর: অশ্বত্থ গাছ তার বিশাল ডালপালা দিয়ে পথিক জনদের ছায়া দেয়। সেই জন্য তাকে পথিক জনের ছাতা বলা হয়েছে।
৩.২ ‘ভরদুপুরে’ কবিতায় নদীর ধারের চিত্রটি কীভাবে উপস্থাপিত হয়েছে ?
উত্তর: নদীর ধারে শুকনো খড়ের আটি বোঝাই করা আছে। বড় নৌকাটি দাড়িয়ে আছে নদীর ধরে। এই ছবি গুলি কবিতায় ফুটে উঠেছে।
৩.৩ ‘আঁচল পেতে বিশ্বভুবন / ঘুমোচ্ছে এইখানে’ । — কবির মনে এমন অনুভূতি জেগেছে কেন ?
উত্তর: দুপুরবেলা যখন রাখাল বালক, নৌকার মাঝিরা, লোকজন নিজেদের জায়গাতে বিশ্রাম নেয় তখন মনে হয় প্রকৃতি ও যেনো বিশ্রাম নিচ্ছে। সেটাই কবির ভাষায় আঁচল পেতে বিস্বভুবন ঘুমোচ্ছে এইখানে।
Model Activity Task
৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো :
‘ভরদুপুরে’ কবিতায় গ্রামবাংলার যে অলস দুপুরের ছবি ফুটে উঠেছে তার পরিচয় দাও ।
উত্তর : দুপুরে রাখাল বালক তার গরু বাছুর দের লক্ষ্য করতে করতে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে। নদীর ধারে খড় বোঝাই নৌকা অপেক্ষা করছে। আকাশে সারি সারি মেঘের দল যেন ডানা মেলে উড়ে যাচ্ছে। তাই কবির মনে হয়েছে যেন পৃথিবী ঘুমোচ্ছে প্রকৃতি মায়ের কোলে মাথা রেখে।
এখানে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবসসই করবে l
Follow Us On :
0

Leave a Reply

Your email address will not be published.