১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখাে :
১.১ পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদ সেটি নির্বাচন করাে—
(ক) মিষ্টি আলু
(খ) কচুরিপানা
(গ) আদা
(ঘ) পাথরকুচি
উত্তর : (ঘ) পাথরকুচি
১.২ সংকরায়ণ পরীক্ষার জন্য মেন্ডেলের মটরগাছ বেছে নেওয়ার সঠিক কারণটি স্থির করাে –
(ক) মটর গাছের বংশবিস্তারে অনেক সময় লাগে
(খ) মটর গাছে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপস্থিতি খুবই কম
(গ) মটর ফুল স্বপরাগী হওয়ার বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম
(ঘ) মটর গাছের ফুলগুলিতে কৃত্রিমভাবে ইতর পরাগযােগ ঘটানাে সম্ভব নয়
উত্তর : (গ) মটর ফুল স্বপরাগী হওয়ার বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম
১.৩ নীচের যে বক্তব্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করাে –
(ক) অতিরিক্ত বাষ্পমােচন রােধ করার জন্য ফণিমনসার পাতা কাটায় রুপান্তরিত হয়েছে।
(খ) রুই মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া গ্যাস উৎপাদন করে
(গ) পায়রার ফুসফুসের সঙ্গে প্রধানত নয়টি বায়ুথলি যুক্ত থাকে যা পায়রাকে উড়তে সাহায্য করে
(ঘ) উটের RBC ডিম্বাকৃতি হওয়ায় অতি ঘন রক্তের মধ্য দিয়ে এটি সহজেই প্রবাহিত হতে পারে
উত্তর : (খ) রুই মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া গ্যাস উৎপাদন করে।
২. একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও :
২.১ মানব বিকাশের বয়ঃসন্ধি দশার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করাে।
উত্তর : মানবদেহের বয়সন্ধি দশা সময়কাল হল ১২ থেকে ২০ বছর। এই সময়কালে স্ত্রী ও পুরুষের মধ্যে বিভিন্ন রকম দৈহিক ও মানসিক পরিবর্তন ঘটে থাকে। তারমধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল স্ত্রী ও পুরুষের দেহে যৌন লক্ষণের পরিপূর্ণ প্রকাশ ঘটে।
২.২ বিসদৃশ শব্দটি বেছে লেখাে :মটরের সবুজ রঙের বীজ, মটরের সবুজ রঙের ফল, গিনিপিগের সাদা রঙের ললাম, গিনিপিগের মসৃণ লােম
উত্তর : মটরের সবুজ রঙের ফল।
২.৩ নীচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :
ব্যবহার ও অব্যবহারের সূত্র : ল্যামার্ক :: প্রাকৃতিক নির্বাচন : _________
উত্তর : চার্লস ডারউইন।
৩. দুটি বা লিটি বাক্যে উত্তর দাও :
৩.১ স্বপরাগযােগের একটি সুবিধা ও একটি অসুবিধা উল্লেখ করাে।
উত্তর : সুবিধা – স্বপরাগযোগে বাহক এর দরকার হয় না।
অসুবিধা – স্বপরাগযোগে নতুন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ সৃষ্টি হয় না।
৩.২ “একসংকর জননে F2, জনুর ফিনােটাইপিক অনুপাত সবসময় 3:1 নাও হতে পারে” – উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করাে।
উত্তর : মেন্ডেলের একসংকর জননের পরীক্ষাতে বলা হয়েছে F2 জনুতে ৩:১ অনুপাত সর্বদা নাও হতে পারে। কারণ বিশুদ্ধ দীর্ঘাকার এবং বিশুদ্ধ খর্বকার মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটালে তার মধ্যে থেকে তিনটি দীর্ঘাকার এবং একটি খর্বাকার হবে এমন কোনো নিশ্চয়তা নেই।
উদাহরণ হিসেবে সন্ধ্যামালতী ফুল বলা যেতে পারে। এই উদ্ভিদে লাল এবং সাদা দুই রঙের ফুলে সাদা রঙের উপর লাল রং অসম্পূর্ণভাবে প্রকট থাকে। এবং আমরা জানি এতে স্বপরাগযোগ ঘটানো হলে F২ জনু তে ফিনোটাইপ অনুপাত হবে – লাল : গোলাপি : সাদা = ১:২:১ ।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :
৪.১ ডারউইনের মতবাদ অনুসারে ‘যােগ্যতমের উদ্বর্তন কীভাবে ঘটে ব্যাখ্যা করাে। “শিম্পাঞ্জিরা বিভিন্নভাবে তাদের সমস্যার সমাধান করে” – বক্তব্যটির যথার্থতা উদাহরণের সাহায্যে বিশ্লেষণ করাে।
উত্তর : চার্লস ডারউইনের মতে অনুকূল প্রকরণ যুক্ত জীবেরাই যোগ্যতমে বিবেচিত হয় এবং অনুকূল প্রকরণ সৃষ্টি করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষমতা রাখতে পারে।
বনের শিম্পাঞ্জিরা পুরোপুরি মানুষের মতো দেখতে না হলেও বিভিন্ন ক্ষেত্রে তারা মানুষের মতো বুদ্ধি দ্বারা সমস্যার সমাধান করে। উদাহরণ ভাবে বলা যেতে পারে –
১) তারা ছোটখাটো পাথর দিয়ে বাদামের খোলা ভেঙে খায়।
২) শিম্পাঞ্জিদের শিকার করা দেখল তাদের বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। তার ছুঁচলো ডাল দিয়ে শিকার করে।
৩) শিম্পাঞ্জিদের অনুভূতি তাদের কষ্ট, হাসি, বেদনা তারা মানুষের মত প্রকাশ করতে পারে।
আরো পড়ুন : Model Activity Task । English class 10 Part 5 Answer
ছাত্রছাত্রীরা বাড়িতেনিজের বিষয়ভিত্তিকখাতায় এগুলােকরেবিদ্যালয় খুললে শিক্ষকের কাছেজমা দেবে। কোনাে অবস্থাতেই তারা বাড়ির বাইরে বেরােবেনা।
Follow Us On :